প্রচ্ছদ

ইতালিতে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী সুস্থ

  |  ১০:৪৪, এপ্রিল ২৬, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শ বার্তা ডেস্ক :

Manual5 Ad Code

ইতালিতে একদিনে তিন সহস্রাধিক করোনা রোগী সুস্থ হয়েছেন। এছাড়াও টানা চতুর্থ দিনের মত কমেছে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা। একইসাথে আইসিইউ থেকে কমছে সংকটাপন্ন রোগীর সংখ্যা।

বৃহস্পতিবার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ড. আঞ্জেলা বেরোল্লি বলেন, ইতালিতে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৫৭৬ জন করোনা রোগী। এরমধ্যে বৃহস্পতিবার সুস্থ হয়েছেন রেকর্ড সংখ্যক ৩ হাজার ৩৩ জন। যা একদিন আগে ছিল ২ হাজার ৯৪৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। আর আর নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৪৬ জন। বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১ লাখ ৬ হাজার ৮৪৮ জন। এরমধ্যে ২ হাজার ২৬৭ জনের অবস্থা আশংকাজনক ।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর মধ্যে ১০ দশমিক সাত শতাংশ হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এদের মধ্যে আবার ৬৮ শতাংশ হচ্ছে নারী। সারাবিশ্বে যেখানে নারীদের চেয়ে পুরুষেরা অনেক বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন সেখানে রোগীদের সেবায় ইতালিয়ান নারীদের এগিয়ে থাকার ভূমিকা অনেক।

Manual3 Ad Code

এসময় তিনি করোনায় আক্রান্ত এসব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুস্থতা কামনা করেন।

ইত্তেফাক

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code