প্রচ্ছদ

বাংলাদেশের সঙ্গে ৫ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ইতালির

  |  ১০:৪৮, জুলাই ১০, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual7 Ad Code

বাংলাদেশসহ ১২টি দেশের যাত্রীদের ইতালিতে প্রবেশের ওপর আগামী ৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এসব দেশকে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বিবেচনায় ইতালির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবারই এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছ। এমন পরিস্থিতিতে নোটাম (নোটিশ টু এয়ারম্যান) জারি করেছে ইতালির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

সেখানে বলা হয়েছে, বাংলাদেশ থেকে কোনও ফ্লাইট ইতালিতে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সিভিল অ্যাভিয়েশন অথরিটি ব্যবস্থা নেবে। এমনকি কোনও ট্রানজিট ফ্লাইটেও বাংলাদেশি যাত্রী ইতালিতে প্রবেশ করতে পারবে না।

ইতালি সরকারের এই নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ থেকে কোনও যাত্রীই দেশটিতে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা আগামী ৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে ইতালির কর্তৃপক্ষ। তারা বৃহস্পতিবার নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গত ৬ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ইতালির রাজধানী রোমে অবতরণ করে। কিন্তু বিমানটিতে থাকা ‘উল্লেখযোগ্য সংখ্যক’ যাত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এমন পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করে ইতালি।

তবে ইতালি সরকারের নতুন নির্দেশনায় বাংলাদেশ থেকে আরও কেউই ইতালিতে প্রবেশ করতে পারবে না। এরইমধ্যে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বাংলাদেশি যাত্রী নিয়ে ইতালি পৌঁছালে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

Manual3 Ad Code

সুত্র: আরটিভি নিউজ।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code