প্রচ্ছদ

মার্কিন কৃষাঙ্গ প্রেমিকের গুলিতে বাংলাদেশী তরুণী নিহত

  |  ১১:০৬, জুন ১১, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

হাকিকুল ইসলাম খোকন / মো:নাসির / দেলওয়ার মানিক, বাপসনিঊজ :

Manual5 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষাঙ্গ প্রেমিকের গুলিতে বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম সিনথিয়া কস্তা (২২)। তাঁর ঘা’তক কৃষ্ণাঙ্গ প্রেমিকের নাম ডেরিক ম্যান। সিথিয়ার গ্রামের বাড়ি বাংলাদেশের গাজীপুরের কালীগঞ্জ থানায় । সিনথিয়া তার বাবা এন্ড্রু ডি কস্তা ও মা সিসিলিয়া কস্তা মেরিল্যান্ডের সিলভার স্প্রিং শহরে নিজ বাড়িতে বসবাস করতেন। পরে প্রেমিকের বাড়িতে গিয়ে খুন হন তিনি।

Manual4 Ad Code

জানা গেছে, সিনথিয়া মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেও তাঁর সঙ্গে মেয়ের বিয়ে রাজি হননি বাবা-মা। পরে ওই যুবক সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে তাকে ইন্ডিয়ানা রাজ্যের বাড়িতে নিয়ে যেতে চান। ঘটনার আগে মা-বাবার অবাধ্য হয়ে গত ১৩ জানুয়ারি সিনথিয়া ড্রাইভ করে ইন্ডিয়ানা যুবকের কাছে চলে যায়।

শুক্রবার বিকেলে ইন্ডিয়ানা পুলিশ সিনথিয়ার বাবাকে জানায়, তাঁর মেয়ে গুলিতে নিহত হয়েছে। পুলিশ ইতোমধ্যে যুবককে গ্রেফতার করেছে। প্রথমে ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে চেয়েছিল হত্যাকারী। পরে ময়না তদন্তে দেখা যায়, তাকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

Manual4 Ad Code

মরদেহ এখনো ইনিডিয়ানায় হাসপাতালের মর্গে রয়েছে। সিনথিয়ার মৃত্যুতে স্থানীয় বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code
Manual7 Ad Code