প্রচ্ছদ

মার্কিন কংগ্রেসে ‘পুলিশি আইন সংস্কার’ বিল উত্থাপন

  |  ১৯:০৩, জুন ১০, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটরা ‘পুলিশি আইন সংস্কার’ বিল উত্থাপন করেছে। রাজপথের দাবির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে পুলিশের আচরণের সংস্কারের জন্য ৮ জুন কংগ্রেসে ‘জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট ২০২০’ শিরোনামে বিল উত্থাপন করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বিল উত্থাপনের দিন বলেছেন, পুলিশ অফিসারদের ৯৯ শতাংশই খুব ভদ্র এবং দায়িত্বে নিষ্ঠাবান। মার্কিন অ্যাটর্নি জেনারেল বিল বার বলেছেন, গুটিকয়েক দুষ্ট অফিসারের জন্যে সবাইকে অভিযুক্ত করার অবকাশ নেই।

Manual4 Ad Code

তবে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির অনেক সিনেটর ও কংগ্রেসম্যান ইতোমধ্যেই জনতার আন্দোলনের সঙ্গে ঐক্যমত পোষণ করেছেন। কেউ কেউ শরিক হয়েছেন পুলিশি বর্বরতা এবং বর্ণবাদ নির্মূলের প্রতিবাদ মিছিলেও।

Manual4 Ad Code

মিনেসোটা স্টেটের মিনিয়াপলিস সিটির একটি স্টোরে ২০ ডলারের জাল নোট দিয়ে কিছু ক্রয়ের অভিযোগে ২৫ মে সেখানকার পুলিশ গ্রেপ্তার করে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে। হাতকড়া পরানোর পর ফ্লয়েডকে রাস্তায় ফেলে দিয়েই তার ঘাড়ে হাঁটু চাপা দিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়।

Manual8 Ad Code

ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রেজুড়ে তুমুল বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু হয়। বর্ণবাদ বিরোধী এ আন্দোলন যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের অর্ধশত সিটিতে গতকালও পুলিশের ওই বর্বরতার নিন্দা, প্রতিবাদ এবং পুলিশি আইন সংস্কারের দাবি তোলা হয়েছে। পুলিশ বাহিনী ভেঙে দেয়া বা বাজেট কমিয়ে দেয়ার দাবিও তোলা হয়।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code