প্রচ্ছদ

যুক্তরাজ্যে ঢুকলেই ১৪ দিনের আইসোলেশন

  |  ১৯:১২, জুন ০৯, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual1 Ad Code

যুক্তরাজ্যে এখন যাওয়া যাবে, কিন্তু ঢুকেই ১৪ দিন বাধ্যতামূলক আইসোলেশনে বা সঙ্গনিরোধে থাকতে হবে। এ নিয়ম বিদেশ থেকে ঢোকা ব্রিটিশ নাগরিকদের জন্যও প্রযোজ্য।

প্লেন, ফেরি বা ট্রেনে যুক্তরাজ্যে ঢোকা যেকোনো নাগরিককে একটি ঠিকানা দিতে হবে, যেখানে তারা নিজেদের স্বেচ্ছায় সঙ্গনিরোধে রাখবে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

যদি কেউ ঠিকানা দিতে না পারে, তাহলে সরকার আইসোলেশনের ব্যবস্থা করে দেবে। এ ছাড়া নিয়ম মানা হচ্ছে কি না, সে তদারকিও করা হবে।

Manual1 Ad Code

যদি পুরো ১৪ দিনের আইসোলেশন মেনে না চলা হয়, তাহলে এক হাজার পাউন্ড জরিমানা করা হবে।

Manual2 Ad Code

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, করোনাভাইরাসের ‘দ্বিতীয় পর্বের সংক্রমণের ধাক্কা ঠেকাতে’ এ আইনগুলো প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ‘বিজ্ঞান পরিষ্কার বলছে যে আমরা যদি বিদেশ থেকে নতুন সংক্রমণ বয়ে নিয়ে আসার ঝুঁকি নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে সেটি ভয়াবহ দ্বিতীয় পর্বের সংক্রমণ ঠেকাতে সাহায্য করবে।’

Manual1 Ad Code
Manual2 Ad Code