প্রচ্ছদ

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

  |  ১১:০৯, জুন ০৯, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রে দু’সপ্তাহ পেরোলো বর্ণবাদ বিরোধী আন্দোলন। আজ হিউস্টনে হবে পুলিশী হত্যাকাণ্ডের শিকার জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া।

এর আগে, জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানীয় গির্জায় রাখা হয় ফ্লয়েডের মরদেহ। সেখানে ছয় ঘণ্টা যাবৎ চলে স্মরণসভা; শেষবারের মতো তাকে দেখতে যান হাজার-হাজার মানুষ। তবে, সামাজিক দূরত্ব মানার ব্যাপারে ছিলো কড়াকড়ি। ফ্লয়েড পরিবারের সাথে সাক্ষাতের পর ন্যায়বিচার প্রদানের প্রতিশ্রুতি দেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এর আগেই, পুলিশী নির্যাতনের মামলাগুলোর আইনি মোকাবেলা এবং বর্ণবিদ্বেষ কমাতে একটি প্যাকেজ ঘোষণা করেন ডেমোক্র্যাট এমপিরা।

Manual2 Ad Code

এদিকে, হত্যাকাণ্ডে অভিযুক্ত ডেরেক শোভিনের জামিনের জন্য সোয়া ১০ লাখ ডলার নির্ধারণ করেছেন আদালত। গেলো ২৫ মে এই পুলিশ কর্মকর্তার নির্যাতনে প্রাণ হারান জর্জ ফ্লয়েড।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code