প্রচ্ছদ

করোনামুক্ত নিউজিল্যান্ড

  |  ১২:০০, জুন ০৮, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

অবশেষে করোনা ভাইরাস মুক্ত হল নিউজিল্যান্ড। দেশটির কর্তৃপক্ষ সোমবার জানায়, নিউজিল্যান্ডে আর কোন করোনা রোগী নেই। সর্বশেষ করোনা রোগী সুস্থ হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ সপ্তাহে দেশটিতে নতুন করে কোন করোনায় শনাক্ত হয়নি।

Manual2 Ad Code

করোনামুক্ত হওয়ায় দেশটিতে আজ মধ্যরাত থেকে সকল প্রকার বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে। তবে শুধু মাত্র সীমান্ত বন্ধ থাকছে।

সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন ঘোষণা দেন, দেশের ভেতর সকল প্রকার কড়াকড়ি তুলে নেয়া হবে। ভাইরাস দমনে দেশের মানুষ যেভাবে একাত্ম হয়ে ত্যাগ স্বীকার করেছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন আরডের্ন।

Manual8 Ad Code

তবে তিনি বলেছেন, আবারো রোগী পাওয়া যাবে নিশ্চিত, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে।

করোনা নিয়ন্ত্রণে দেশটিতে পাঁচ সপ্তাহের কঠোর লকডাউন চলে। ১৯শে মার্চ যখন লকডাউন হয় নিউজিল্যান্ড, তখন দেশটিতে রোগীর সংখ্যা ছিল ৩০। এর পর এপ্রিলের শেষ দিকেই নতুন করে রোগীর সংখ্যা শূন্যের কোটায় চলে আসে। মে মাস থেকেই নানাভাবে তুলে নেয়া হয় কড়াকড়ি।

Manual4 Ad Code

ওয়ার্ল্ডওমিটার-এর তথ্য অনুযায়ী, দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয় এক হাজার ৫০৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। আক্রান্তের অন্যান্য সবাই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code