প্রচ্ছদ

আমেরিকার পর ক্ষোভের আগুন এবার ফ্রান্সে!

  |  ১৪:০১, জুন ০৩, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual4 Ad Code

আমেরিকার পর ফ্রান্সেও কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার ঘটনায় বিক্ষোভ করেছে প্রায় বিশ হাজার মানুষ । দেশটিতে করোনা ভাইরাসের কারণে জনসমাগম নিষেধাজ্ঞা সত্ত্বেও মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের বিচারিক আদালত এলাকা প্লাস দ্যো ক্লিসিতে বিক্ষোভ করে কৃষ্ণাঙ্গ নাগরিক সমর্থক গোষ্ঠি ।

Manual7 Ad Code

আর এই বিক্ষোভ নেতৃত্ব দিয়েছেন ৪ বছর আগে ফ্রান্সে পুলিশি হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক অ্যাডামা ট্রোরির বড় বোন আসা ট্রোরি । এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভাংচুর আর অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে প‌রি‌স্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার বলেছেন, গণতন্ত্রে সহিংসতার কোনও স্থান নেই। মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসে যে বাড়াবাড়ি হয়েছে তার কোনওটিই ন্যায়সঙ্গত নয় । যেখানে জনসাধারণের স্বাস্থ্য রক্ষার সকল সমাবেশ নিষিদ্ধ। তিনি প‌রি‌স্থিতি নিয়ন্ত্রণ এবং সুরক্ষার জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান ।

Manual5 Ad Code

ঘটনাটি এমন সময় ঘটল যখন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বিক্ষোভের আগুনে জ্বলছে পুরো যুক্তরাষ্ট্র । ঠিক তখনি সে আগুনের উত্তাপ এসে পৌঁছাছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।

উল্লেখ্য, ২০১৬ সালে ফ্রান্স পুলিশি হেফাজতে নিহত হয় ২৪ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক অ্যাডামা ট্রোরি। সে সময় এর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। গঠিত হয় অ্যাডামা ট্রোরি পরিবারের সমর্থক গোষ্ঠি।

Manual1 Ad Code
Manual4 Ad Code