প্রচ্ছদ

২৭ মে থেকে লকডাউন শিথিল হচ্ছে দুবাইয়ে

  |  ২১:০৯, মে ২৬, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামীকাল বুধবার থেকে ধাপে ধাপে লকডাউন শিথিল করা হবে। করোনাভাইরাসের বিস্তার রোধে সেখানে লকডাউন আরোপ করা হয়েছিল। তবে আগামীকাল লকডাউন শিথিল হলে অধিকাংশ ব্যবসা, জিম ও সিনেমা হল খুলে দেয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ফিটনেস সেন্টার, এডুকেশন ও ট্রেনিং সেন্টার এবং বিনোদন ফ্যাসিলিটিগুলো খুলে দেয়া হবে।তবে মুখে মাস্ক পরাসহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা বলবৎ থাকবে। এছাড়া ১২ বছরের কম বয়সী শিশুরা এসব স্থাপনায় প্রবেশ করতে পারবে না।

এর আগে সোমবার এক ঘোষণায় দুবাইয়ের কর্তৃপক্ষ কারফিউ সংক্ষিপ্ত করার ঘোষণা দেয়। ফলে মানুষজন বুধবার থেকে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ঘরের বাইরে থাকতে পারবে। এদিন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

সোমবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা বিষয়ক সুপ্রিম কমিটির চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, করোনাভাইরাস মহামারির কারণে বিভিন্ন খাত যে চাপের মুখে পড়েছে সে ব্যাপারে আমরা অবগত আছি।

Manual1 Ad Code

কী কী চালু হচ্ছে দুবাইয়ে-

Manual8 Ad Code

– সব ধরনের খুচরা ও পাইকারি বিক্রয়কেন্দ্র

– সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ইচ্ছুক ও ট্রানজিট প্রত্যাশীদের জন্য দুবাই বিমানবন্দর

– নাক, কান, গলার চিকিৎসাসহ সব ধরনের ক্লিনিক

– আড়াই ঘণ্টার কম সময় লাগে এমন অস্ত্রোপচারসহ অন্যান্য চিকিৎসা সেবা

Manual5 Ad Code

– শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র

– স্পোর্টস অ্যাকাডেমি

Manual2 Ad Code

– সামাজিক দূরত্ব বজায় রেখে সিনেমা হল

– দুবাই আইস রিঙ্ক ও দুবাই ডলফিনারিয়ামের মতো বিনোদনকেন্দ্র

– অনলাইনে নিলাম কার্যক্রম।

Manual1 Ad Code
Manual6 Ad Code