প্রচ্ছদ

নিউজার্সির প্যাটারসন সিটি ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে শাহীন খালিক পুনরায় বিজয়ী

  |  ১৬:৩৭, মে ২১, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

হাকিকুল ইসলাম খোকন / মোঃ নাসির, বাপসনিউজ :

বাংলাদেশি অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে দুই বাংলাদেশি-আমেরিকানের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান কাউন্সিলম্যান শাহীন খালিক সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামানকে ৮ ভোটে পরাজিত করে পুনরায় কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। খবর বাপসনিউজ।

নিউজার্সি স্টেট গভর্ণর ফিল মারফি মহামারীর করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এক নির্বাহী আদেশে মেইল ইন ব্যালটে গত ১২ মে অনুষ্ঠিত হয় নির্বাচন।

Manual2 Ad Code

ওই নির্বাচনে ৪ হাজার ৮০৯ জন ভোটার মেইল ইন ব্যালটে ভোট প্রদান করেছেন। তার মধ্যে বিভিন্ন অসংগতির কারনে ৯১৬ ভোট গননা করা হয়নি। নিউজার্সির পেসাইক কাউন্টি ক্লার্ক অফিস প্রায় এক সপ্তাহ ধরে নির্বাচনের প্রদত্ত ভোট যাচাই বাছাই করে গত ১৯ মে ফলাফল ঘোষনা করে। ঘোষিত নির্বাচনের বেসরকারি ফলাফলে বর্তমান কাউন্সিলম্যান শাহীন খালিক ১৭২৯ ভোটা পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান পেয়েছেন ১৭২১ ভোট। নির্বাচনে অপর প্রার্থী ফ্রাঙ্ক ফিলিপেলি পেয়েছেন ৪৪০ ভোট।

Manual4 Ad Code

বিজয়ী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাউন্সিলম্যান শাহীন খালিক জানান, প্যাটারসনে কোন বিভেদ থাকবে না। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব।’ ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে একটি সুন্দর পরিচ্ছন্ন সিটি গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন বিজয়ী কাউন্সিলম্যান।

Manual4 Ad Code

বিজয়ী কাউন্সিলম্যান শাহীন খালিকের জন্ম বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মরহুম আব্দুল খালিক।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code