প্রচ্ছদ

নিউইয়র্কের টেলিভিশনে ব্রিফিং চলাকালে নিজের ভাইরাস পরীক্ষা করান

  |  ০৮:৪৬, মে ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

মোঃ নাসির নিউ জার্সি, আমেরিকা থেকে :

নিউইয়র্কের গভর্ণর এন্ড্রু কোমো টেলিভিশনে সরাসরি তার ব্রিফিং চলাকালে রোববার নিজের ভাইরাস পরীক্ষা করান। তিনি নিউ ইয়র্কে বসবাসরতদের কারো উপসর্গ থাকলে অথবা আক্রান্ত সন্দেহ হলে তার এই উদাহরণ অনুসরনের আহ্বান জানান। খবর এএফপি’র।
কোভিট-১৯-এ ৩ লাখ ৫০ হাজারের বেশি আক্রান্ত এবং ২২ হাজারের বেশি লোকের নিশ্চিত মৃত্যুর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের হটষ্পট হিসেবে আবিভ’ত হওয়ার পর কোমো প্রায়ই বিপূল জনগোষ্ঠির সামনে তথ্যবহুল প্রেস ব্রিফিং করেন।

Manual4 Ad Code

প্রোটেকটিভ গাউন, মাস্ক ও ফেস শিল্ড পরিহিত একজন নার্স তার নাকের নমুনা সংগ্রহে এগিয়ে এলে কোমোকে চোখ বন্ধ করতে দেখা যায়। পরে নিউ ইয়র্কের মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদেরকে সাহসী, ঐক্যপ্রিয় নিজের ও পরিবারের প্রতি ভালোবাসায় অভিসিক্ত হতে হবে।’
তিনি আবেগের সঙ্গে মন্তব্য করেন,‘ যদি আগামীকাল আমি এখানে না আসি, তার মানে হবে আমার করোনা শনাক্ত হয়েছে।’ তিনি ইতোপূর্বেও বেশ ক’বার পরীক্ষা করিয়েছেন,তবে জনসমক্ষে করাননি।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code