প্রচ্ছদ

শামসুজ্জামান ও শাকেরার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন

  |  ১১:৩৩, মে ৩০, ২০২৪
www.adarshabarta.com

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual7 Ad Code

পৃর্ব লন্ডনের হোয়াইট চ‍্যাপেলের বাসিন্দা বিশিষ্ট কবি ও সাংবাদিক শিহাবুজ্জামান কামালের জৈষ্ঠ পুত্র শামসুজ্জামানের সাথে রোমফর্ডের বাসিন্দা মোহাম্মদ আব্দুস শহিদের একমাত্র কন‍্যা শেখ শাকেরা বেগমের বিবাহ ও অলীমা অনুষ্ঠান রবিবার  ২৭শে মে নর্থ লন্ডনের এডমন্টটস্থ”আর্ক রয়েল ভ‍্যানু’তে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক হোসেইন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানেের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পেশ করেন হাফিজ ইব্রাহিম।

নিকাহ পর্ব পরিচালনা করেন ইসলামী শরিয়া কাউন্সিলের সাবেক চেয়ারম্যান শায়খ হাফিজ মাওলানা আবু সায়ীদ। বিবাহ অনুষ্ঠানে পাত্র-পাত্রী পক্ষের আত্নীয় স্বজন এবং কমিউনিটির বিশিষ্ট ব‍্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি সরকারের সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, বিলেতের প্রবীণ কমিউনিটি ব‍্যক্তিত্ব ইঞ্জিনিয়ার এম এ মতিন,বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, লন্ডন বিএনপি নেতা কামাল উদ্দিন, খতিব ও আইনজীবী মোহাম্মদ লিয়াকত সরকার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি ব‍্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমেদ, সময় ম‍্যাগাজিনের সম্পাদক সাংবাদিক সাঈদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ব‍্যারিস্টার আহমদ মালিক,দাওয়াতুল ইসলামের নায়েবে আমীর হাসান মঈনুদ্দিন, ডিপুটি নায়েবে আমীর হাফিজ মাওলানা আব্দুল মুকিত, কমিউনিটি নেতা নুর বকশ, দাওয়াতুল ইসলাম হোয়াইট চ‍্য‍্যপেল শাখার সাবেক সভাপতি মোহাম্মদ রমিজ উদ্দিন,টাওয়ার হ‍্যামলেটসের সাবেক স্পিকার মতিনুজ্জামান, ইকরা ইন্টার ন‍্যাশনেলের চেয়ারম‍্যান মাসুদ আহমদ কামাল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, কমিউনিটি নেতা দিলাবর হোসেন, সালা উদ্দিন আহমদ সুন্নাহ, সালাউদ্দিন মামুন,মুহিব উদ্দিন আহমদ, শুয়েব আহমদ শুয়েব, শেখ মোহাম্মদ আব্দুল মুকতাদির, আডাম দাইয়ান,মাওলানা রফিক আহমদ, মাওলানা সালেহ আহমদ, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ সুফি মিয়া, আখলাকুর রহমান, কামাল মিয়া, মোস্তফা আহমদ ,কবির আহমদ, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আব্দুর রৌফ, সুলেমান আহমদ, মোহাম্মদ তোহা মোস্তফা, তালহা নুর, গোলাম মোস্তফা জোবায়ের নূর, সৈয়দ আহমদ কবির শামা, সৈয়দ অলি, সিরাজ মিয়া,মকবূল খান প্রমুখ।

Manual4 Ad Code

পরে অতিথিরা বরের সাথে কুশল বিনিময় ও কোলাকুলি করে সাদরে বরন করেন।

নব দম্পতির সুখ সমৃদ্ধি ও তাঁদের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় আমীর হাফিজ মাওলানা আবু সায়ীদ। সুন্দর এবং আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code