প্রচ্ছদ

নিউইয়র্কে বন্ধ হচ্ছে সেন্ট্রাল হাসপাতাল করোনা রোগী কমায়

  |  ০৮:১৮, মে ০৪, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি, আদর্শবার্তা:

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে সেন্ট্রাল পার্কে যে অস্থায়ী হাসপাতাল
তৈরি করা হয়েছিল তা বন্ধ করা হচ্ছে। শনিবার এক ঘোষণায় এ কথা বলা হয়।

মার্চ মাসের শেষে মাউন্ট সিনাই হাসপাতালের বিপরীতে পার্কে ভেন্টিলেটরসহ কয়েক ডজন তাঁবু খাটানো হয়। কারণ
মাউন্ট সিনাই হাসপাতালে ছিল রোগীদের উপচে পড়া ভিড়।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বিশ্ব ত্রাণ সংস্থা জানিয়েছে, অস্থায়ী এ হাসপাতালে ১৯১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার থেকে নতুন রোগী ভর্তি করা হবে না। দু’সপ্তাহ আগে এখানে শেষ রোগীর চিকিৎসা দেয়া হয়েছে।

Manual7 Ad Code

নিউইয়র্কের গভর্ণর এন্ড্রু কওমো বলেন, কয়েক সপ্তাহের টানা লকডাউনের কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমে
গেছে। তিনি শনিবার ২৪ ঘন্টায় নিউইয়র্কে ২৯৯ জনের মৃত্যুর কথা ঘোষণা করেন। যদিও কদিন আগে মারা
গিয়েছিল ২৮৯ জন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে ভয়াবহভাবে আঘাত হানা নিউইয়র্কে প্রায় ১৯ হাজার লোক করোনা ভাইরাসে
আক্রান্ত হয়ে মারা গেছে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code