প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে বিচারক হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরী

  |  ২০:৫২, জানুয়ারি ২০, ২০২২
www.adarshabarta.com

Manual2 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে বিচারক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী। তিনি হচ্ছেন প্রথম মুসলিম নারী আমেরিকান ফেডারেল বিচারক।

Manual2 Ad Code

বুধবার (১৯ জানুয়ারি) ফেডারেল বিচারক হিসেবে নুসরাতসহ আটজনকে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Manual7 Ad Code

নুসরাত জাহান চৌধুরী বর্তমানে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) অব ইলিনয় অঙ্গরাজ্যের আইনবিষয়ক পরিচালক পদে কাজ করছেন। তাকে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের জন্য মনোনীত করা হয়েছে। এর আগে তিনি নিউইয়র্কে এসিএলইউর জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

Manual7 Ad Code

নুসরাত প্রসঙ্গে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ‘তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান, প্রথম মুসলিম-আমেরিকান নারী ও দ্বিতীয় মুসলিম-আমেরিকান হিসেবে ফেডারেল আদালতের বিচারক হচ্ছেন।’

যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুল, প্রিন্সটন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।

Manual1 Ad Code
Manual4 Ad Code