প্রচ্ছদ

যুক্তরাষ্ট্র ২০ সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ দেবে

  |  ২২:৩২, আগস্ট ১৮, ২০২১
www.adarshabarta.com

Manual2 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি :

আগামী ২০ সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ দিবে যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ আগস্ট) মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা এবং চিকিৎসা বিশেষজ্ঞরা এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে।

এর আগে, কোভিড-১৯ টিকার তৃতীয় বা বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। সিডিসির পরিচালক ডা. রোশেলি ওয়ালেনস্কি ও এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার ড. জ্যানেট উডকক যৌথ বিবৃতিতে বলেন, ২০ সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে এবং একজন ব্যক্তির দ্বিতীয় ডোজের ৪ মাস পর তাকে বুস্টার ডোজ দেওয়া হবে। সমস্ত আমেরিকানদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে বিবৃতিতে বলা হয়।

Manual2 Ad Code

কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়তে টিকার বুস্টার ডোজ দরকার। আরও কয়েকটি দেশেও বুস্টার ডোজ প্রয়োগ শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একটি টিকা প্যানেল শুক্রবার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সম্মিলিতভাবে বুস্টার ডোজের পক্ষে ভোট দেয়।

Manual6 Ad Code

বিশেষজ্ঞরা বলছেন, মডার্না বা ফাইজার-বায়োএনটেকের দুই ডোজের কোভিড-১৯ টিকা বা জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা হয়তো কিছু মানুষের সুরক্ষার জন্য পর্যাপ্ত নয়, বিশেষ করে যাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল।

তিনটি ওষুধ কোম্পানির টিকাই বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। ফাইজার, যারা পূর্ণ অনুমোদনের আবেদন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থার কাছে তৃতীয় একটি বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদনের জন্য সুপারিশ চালাচ্ছে।

Manual8 Ad Code

প্রমাণ মিলেছে যে সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্টিবডির নিরাপত্তা দুর্বল হতে থাকে, এবং কিছু ব্যক্তি চোরবাজারে তৃতীয় ডোজের সন্ধান করছেন।

Manual2 Ad Code

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুস্টার ডোজ অনুমোদনের ক্ষেত্রে সেপ্টেম্বর পর্যন্ত একটি স্থগিতাদেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে যাতে সব দেশ তাদের জনসংখ্যার অন্তত ১০ শতাংশকে টিকাদান শেষ করতে পারে।

ইসরায়েল এরইমধ্যে সেদেশের ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে, যারা অন্তত পাঁচ মাস আগে টিকা নিয়েছেন।

Manual1 Ad Code
Manual6 Ad Code