প্রচ্ছদ

নিউইয়র্কে সবকিছু খুলছে ১ জুলাই থেকে

  |  ১৮:১৫, এপ্রিল ৩০, ২০২১
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:

আগামী ১ জুলাই, ২০২১ থেকে নিউইয়র্কে সবকিছু খুলে দেওয়া হবে। সিটি মেয়র বিল ডি ব্লাসিও এ তথ্য জানিয়েছেন। শহরের প্রায় শতভাগ বাসিন্দা এরই মধ্যে ভ্যাকসিনের আওতায় আসায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্ধকার থেকে আলোর পথে যুক্তরাষ্ট্র – করোনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ঘোষণার এক দিন পর এবার নিউইয়র্ক সিটির মেয়র বিল ব্লাসিও জানালেন, আগামী পহেলা জুলাই থেকে নিউইয়র্কে খুলে দেওয়া হবে সবকিছু।

২৯ এপ্রিল বৃহস্পতিবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ব্লাসিও জানান, নিউইয়র্ক সিটির প্রায় ৮০ লাখ বাসিন্দা এরই মধ্যে টিকা গ্রহণ করায় এবং সংক্রমণের হার কিছুটা কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্ক সিটি প্রশাসন। তবে বিধিনিষেধ তুলে নেওয়া হলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

ব্লাসিও জানান, ১ জুলাই থেকে নিউইয়র্ক আবারও আগের রূপে ফিরবে। এর মধ্য দিয়ে আবারও মানুষ কাজে ফিরবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আসন্ন গ্রীষ্ম মৌসুম নিউইয়র্কবাসীর জন্য অবশ্যই বিশেষ কিছু হতে যাচ্ছে।