প্রচ্ছদ

করোনায় সহায়তার প্রস্তাব দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত

  |  ০৯:৪৪, এপ্রিল ৩০, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

ভারতে নভেল করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতার প্রস্তাব দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত। এ ছাড়া দেশটির পক্ষ বলা হয়েছে, বাংলাদেশ-ভারত একসঙ্গে এই ভাইরাস মোকাবিলা করবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এক টুইটবার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে এ কথা বলে।

Manual8 Ad Code

ভারতীয় হাইকমিশন জানায়, ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় এবং করোনা মোকাবিলায় সহায়তার প্রস্তাব দেওয়ায় ঢাকাকে ধন্যবাদ। বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশে করোনা মোকাবিলায় সহায়তা করবে।

Manual8 Ad Code

ভারতে করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয়দের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট রয়েছে।

(সূত্র: এনটিভি)।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code