প্রচ্ছদ

বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের সময় কমেছে ৯ দিন

  |  ২৩:০৫, এপ্রিল ২৩, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual4 Ad Code

বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সময় কমিয়ে পাঁচদিন করা হয়েছে। বিদেশ ফেরত যাত্রীদের চাপ সামলাতে না পেরে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের সময় কমলো ৯ দিন।

Manual4 Ad Code

আন্তঃমন্ত্রণালয় সভা সূত্রে জানা গেছে, যাদের করোনার দুটি ভ্যাকসিন নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে না। তারা বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় প্রশাসন তা নিশ্চিত করবে।

Manual2 Ad Code

সভায় আরও সিদ্ধান্ত হয়, যাদের করোনা ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকট রয়েছে তাদের ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। তাদের দেশে প্রবেশের পর করোনা টেস্ট করানো হবে। তাতে নেগেটিভ রিপোর্ট এলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন।

Manual1 Ad Code
Manual5 Ad Code