প্রচ্ছদ

যে কারণে ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ করল যুক্তরাজ্য

  |  ০৯:১০, এপ্রিল ২০, ২০২১
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

খুবই খারাপ দশার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভারতকে। কারণ দেশটিতে করোনাভাইরাসের প্রকোপের কারণে এখন কঠিন সময় পার করছে মানুষ।

কদিন ধরে সংক্রমণ প্রায় ৩ লাখ ছুঁই ছুঁই করছে। মৃত্যুও দেড় হাজার ছাড়িয়েছে। করোনায় এই প্রথম এতো মৃত্যু দেখল ভারত।

Manual7 Ad Code

ঠিক এই পরিস্থিতিতে ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ করে দেশটি থেকে প্রবেশে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য।

বিবিসির খবর, কোভিড-১৯ এর নতুন একটি ধরনে আক্রান্ত ১০৩ ব্যক্তি শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় দেশটি।

Manual1 Ad Code

সোমবার (১৯ এপ্রিল) এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোররাত ৪টা থেকে গত ১০ দিনে ভারতে ভ্রমণকারী বেশিরভাগ ব্যক্তিকেই প্রবেশ করতে দেবে না যুক্তরাজ্য।

Manual6 Ad Code

এ সময়ে অবশ্য ব্রিটিশ বা আইরিশ পাসপোর্টধারী অথবা যুক্তরাজ্যে থাকার অনুমতি আছে তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। এক্ষেত্রে তাদেরকে সরকার নির্ধারিত হোটেলে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

ম্যাট হ্যানকক জানান, যুক্তরাজ্যে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে ১০৩ জনের শরীরে। নতুন ধরনটি ‘বি.১.৬১৭’ হিসেবে পরিচিত যা মূলতঃ আন্তর্জাতিক ভ্রমণের কারণে ছড়িয়ে পড়েছে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code