প্রচ্ছদ

সামনের মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি

  |  ২০:৫১, এপ্রিল ১৯, ২০২১
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

করোনার মহামারির মধ্যেই দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামী ১৭ মে থেকে দেশটিতে ফের আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) কমিউনিকেশন্স বিভাগের মহাপরিচালক খালেদ বিন আব্দুলকাদের তাশ সৌদি গেজেটকে এ তথ্য গত মার্চেই নিশ্চিত করেছিলেন।

Manual7 Ad Code

সম্প্রতি এক ট্যুইটবার্তায় ফের বিষয়টি মনে করে দিয়েছে সৌদিয়া এয়ারলাইন্স।

আব্দুলকাদের তাশ জানান, সৌদি এভিয়েশন কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনার আলোকে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর দিন নির্ধারণ করেছে সৌদিয়া।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, কোনো প্রকার বাধা ছাড়াই আগামী ১৭মে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবেন বিদেশি নাগরিকরা। সৌদি নাগরিকরাও দেশের বাইরে যেতে পারবেন।

এর আগে শনিবার সৌদিয়া এয়ারলাইন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকটি স্যুটকেসের ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘আপনি কি ব্যাগ গোছানো শুরু করেছেন?’

Manual6 Ad Code

প্রসঙ্গত, করোনা প্রকোপ সামাল দিতে ২০২০ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব।

সূত্র: সৌদি গেজেট

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code