প্রচ্ছদ

সৌদি হজ্জ ও ওমরা বিষয়ক উপমন্ত্রীর সাথে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী বৈঠক

  |  ১০:৩৫, এপ্রিল ১৬, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

মোঃ নাসির :

Manual8 Ad Code

সৌদি আরবের হজ্জ ও ওমরা বিষয়ক মন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ্ সোলায়মান মাশাত এর সাথে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আজ মক্কায় বৈঠক করেছেন।

Manual7 Ad Code

বৈঠককালে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আসন্ন হজ্জ-২০২১ এর প্রস্তুতির বিষয়ে হজ্জ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি অবহিত করেন যে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান করোনা পরিস্থিতির হ্রাস/বৃদ্ধি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় ভ্যাকসিন গ্রহণসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে বহিঃবিশ্ব থেকে হজ্জ করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। খুব শীঘ্রই এ বিষয়ে সৌদি সরকারে সিদ্ধান্ত জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম সম্পর্ক ও সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এই সম্পর্ক উত্তরোত্তর আরো ঘনিষ্ঠ ও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত ২০২০ সালের হজ্জে বাংলাদেশের জন্য অতিরিক্ত ১০,০০০ হজ্জযাত্রীর কোটা প্রদান এবং ২০১৯ সালে মক্কা রোড সার্ভিস এর মাধ্যমে ৫০ শতাংশ হজ্জযাত্রীর সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সম্পন্ন হওয়ায় হজ্জ মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সৌদি আরবে হজ্জ ও ওমরা পালনের জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক হজ্জযাত্রী সৌদি আরবে আগমন করে থাকেন। বিগত বছরগুলোতে হজ্জ ও ওমরা পালনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে আগত হজ্জযাত্রীদের পাশাপাশি এর সাথে সরকারী/বেসরকারী সংশ্লিষ্ট সকলকে সৌদি হজ্জ উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ্ সোলায়মান মাশাত ধন্যবাদ জ্ঞাপন করেন।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code