প্রচ্ছদ

ভয়াবহ রূপ নিচ্ছে করোনা: বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার

  |  ১৩:২৩, মার্চ ৩১, ২০২১
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়ে আজও ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরও নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৮ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৬ জনের। এটিই করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে, এক দিনে দেশে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ২৯ মার্চ; পাঁচ হাজার ১৮১ জন।

আজ বুধবার (৩১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৯৩১ জন। এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন। এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

মারা যাওয়া ৫২ জনের মধ্যে পুরুষ ২৮ জন, বাকি ১৪ জন নারী। এর মধ্যে হাসপাতালে ৫১ ও বাড়িতে এক জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া ৯ হাজার ৪৬ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৮১২ জন, বাকি দুই হাজার ২৩৪ জন নারী।

গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৯৩১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

Manual8 Ad Code

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৫২ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের আটজন, ৪১ থেকে ৫০ বছরের আটজন, ৩১ থেকে ৪০ বছরের পাঁচজন ও ২১ থেকে ৩০ বছরের একজন রয়েছেন।

Manual6 Ad Code

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, আজ মোট মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৩৪, চট্টগ্রামের ৯, রাজশাহী ও খুলনার তিনজন এবং সিলেটের দুই ও রংপুরের একজন।

এর আগে গতকাল দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া এই সময়ে আক্রান্ত হয়েছিল ৫ হাজার ৪২ জন।

আরটিভি নিউজ

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code