প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ১০

  |  ১৫:৪৬, মার্চ ২৩, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি :

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বৌল্ডার নামক এলাকায় একটি গ্রোসারি শপে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিবর্ষণে পুলিশ কর্মকর্তাসহ ১০ জনের প্রাণহানি হয়েছে। সিএনএন ও বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।

Manual4 Ad Code

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বন্দুকধারীর হামলার দৃশ্য ভিডিও করে সরাসরি ইউটিউবে প্রচারও করেছে।স্থানীয় সময় সোমবার বেলা আড়াইটার সময় গ্রোসারি শপে ঢুকে হামলা চালানো হয়।

অনেকে সেখানে আটকা পড়েন। এ ঘটনাকে ট্রাজেডি হিসেবে উল্লেখ করে কলোরাডো অঙ্গরাজ্যের গভর্নর জ্যারেড পোলিস টুইটারে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনকে হামলার বিস্তারিত জানানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code