প্রচ্ছদ

মে মাসেও বন্ধ থাকবে তুরস্কের স্কুল

  |  ১৩:০৮, এপ্রিল ৩০, ২০২০
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাণঘাতী সংক্রমণে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বিশ্বের হাজারো মানুষ। ভাইরাসটির আক্রমণে এদের মধ্যে মৃত্যু বরণ করছেন অনেকেই। ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে বিশ্বের অনেক দেশ। তেমনি স্কুল কলেজ বন্ধ রেখেছিল তুরস্ক। আর এবার স্কুলগুলো বন্ধ রাখার সময় সীমাও বাড়িয়ে দিয়েছে দেশটি।

তুরস্কের শিক্ষামন্ত্রী জিয়া সেলচুকের বরাত দিয়ে আল জাজিরা জানায়, আসছে পুরো মে মাস পর্যন্ত বন্ধ থাকবে দেশটির স্কুল।

শিক্ষামন্ত্রী জিয়া জানান, তুরস্কে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বন্ধ রাখা হয়েছে স্কুলগুলো। স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী মে মাসের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

খবরে বলা হয়, তুরস্কে প্রথম করোনা ভাইরাস শনাক্তের পর গত ১২ মার্চ থেকে দেশটির স্কুল কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে দেশটিতে ১ লক্ষ ১৫ হাজারের কাছাকাছি। আর দেশটিতে প্রায় ৩ হাজার মানুষ করোনায় মৃত্যু বরণ করেছে।

সুত্র: ইত্তেফাক, ছবি: আল জাজিরা