প্রচ্ছদ

জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ এনামুল হক আর নেই

  |  ১২:৩১, ফেব্রুয়ারি ২১, ২০২১
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ)’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, বিশিষ্ট কমিউনিটি নেতা এনামুল হক চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় সুইনডনের গ্রেইট ওয়েস্টার্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগকরেছেন।

তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরীর চাচাতো ভাই এনামুল হক চৌধুরী দীর্ঘ দেড় মাস যাবত করোনাআক্রান্ত হয়ে যুক্তরাজ্যের সুইনডন গ্রেট ওয়েষ্টার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কিছুদিন আগে তাঁকে ইন্টেনসিভ কেয়ারে স্থানান্তর করা হয়। ১৯ ফেব্রæয়ারি শুক্রবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এনামুল হক চৌধুরীর পৈতৃক নিবাস ছিলো সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার শাহবাগের কচুয়া গ্রামে। যুক্তরাজ্যের উইলশায়ারের রয়েল উটন বাসেট এলাকার পাশের শহর সুইনডনে তিনি বসবাস করতেন। সুইনডন শহরেই ছিলো তাঁর রেষ্টুরেন্ট ব্যবসা। ১৯৮৬ সালে প্রথম ব্রিটেন আসেন এনামুল হক চৌধুরী।

এদিকে, এনামুল হক চৌধুরীর মৃত্যুতে লন্ডনের বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির বিভিন্ন শ্রেণী ওপেশার নেতৃবৃন্দসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিতজন মরহুম এনামুল হক চৌধুরীর মৃত্যুতে তাঁর পরকালীন শান্তিকামনা করে গভীর শোক প্রকাশ এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন।

এনামুল হক চৌধুরীর মৃত্যুতে লন্ডনের বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড: এম কে আব্দুল মুবিন, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রধানউপদেষ্টা আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি, সভাপতি মুহিবুর রহমান মুহিব, সহ-সভাপতি এম এ মুনিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু, প্রেস ত্রন্ড পাবলিসিটি সেক্রেটারি মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সহ জালালাবাদ এসোসেয়েশন ইউকের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপণ করেন এবং মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন।