প্রচ্ছদ

এশিয়া-প্যাসিফিক অঞ্চলীয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সমন্বয় কমিটি গঠিত

  |  ২১:৪৯, ফেব্রুয়ারি ০৫, ২০২১
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual3 Ad Code

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসাবে প্রবাসে এশিয়া প্যাসিফিক অঞ্চলীয় সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিলকে আহ্বায়ক ও মালেশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো: বাদলুর রহমান খান বাদল কে যুগ্ম আহবায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি।

জাতীয় কমিটির আহ্বায়ক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও সদস্য সচিব বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ কমিটির অনুমোদন দেন।

আহবায়ক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল সভাপতি মালেশিয়া বিএনপি, সদস্য; বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালেশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন; আলহাজ্ব নূরে আলম (জাপান); শামসুর রাহমান ফিলিপ (সিঙ্গাপুর); মোহাম্মদ রাশেদুল হক (অস্ট্রেলিয়া); এম জামান সজল (দক্ষিন কোরিয়া); আজিজ উদ্দিন আহমেদ মামুন (নিউজিল্যান্ড); মো: শহীদুল ইসলাম নান্নু (জাপান); মনিরুল হক জর্জ (অস্ট্রেলিয়া); কাজী এনামুল হক (জাপান); দেলোয়ার হোসেন (অস্ট্রেলিয়া); মোশাররফ হোসেন (হংকং); নাসের উদ্দিন (মালদ্বীপ); মীর রেজাউল করিম রেজা (জাপান); মোহাম্মদ কামরুল (সিঙ্গাপুর); হসিবুল করিম হাসিব (দক্ষিন কোরিয়া); মাহবুব আলম শাহ (মালেশিয়া); সৈয়দ জাকিরুল আলম (মালেশিয়া); মোহাম্মদ আলমগীর হোসেন মিঠু (জাপান); এমদাদুল ইসলাম মনি (জাপান); আশরাফুর রহমান খান রবিন (সিঙ্গাপুর); হায়দার আলী (অস্ট্রেলিয়া); অ্যাডভোকেট নাসির উল্লাহ (অস্ট্রেলিয়া); সাখাওয়াত হোসেন রনো (নিউজিল্যান্ড); ইমরান হোসেন তালুকদার (মালদ্বীপ); দেওয়ান সাইফুল আলম মাসুদ (হংকং); এম জে আলম (মালেশিয়া); আব্দুল জলিল লিটন (মালেশিয়া); মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ (অস্ট্রেলিয়া); ইঞ্জিনিয়ার সোহেল মাহমুদ ইকবাল (অস্ট্রেলিয়া); মোঃ মনির হোসাইন (দক্ষিন কোরিয়া); মোফাজ্জল হোসেন (নিউজিল্যান্ড); আবু সায়েম আজাদ (সিঙ্গাপুর); মোঃ সম্রাট হাওলাদার রাজু (দক্ষিন কোরিয়া); জাহাঙ্গীর আলম খান (মালেশিয়া); হাবিবুর রহমান রতন (মালেশিয়া); মেহেদী হাসান খান চৌধুরী (নিউজিল্যান্ড); জিয়া উদ্দিন (সিঙ্গাপুর); ইমন রহমান (দক্ষিন কোরিয়া); খাইরুল ইসলাম নিজামী (হংকং); মোঃ খলিলুর রহমান (মালদ্বীপ); মুন্নি চৌধুরী মেধা (অস্ট্রেলিয়া); মাছিয়ামা মুনা ইব্রাহিম (জাপান); কানিজ ফাতেমা লিমা (নিউজিল্যান্ড)।

Manual2 Ad Code

এদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলীয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিতে ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল আহবায়ক মনোনীত হওয়ায় বাঁধভাঙা উচ্ছ্বাস করেছে বহির্বিশ্ব বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফুলেল শুভেচ্ছায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন শাকিল।

Manual5 Ad Code

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব আমেরিকা মিশিনগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব শওকত আলী কানাডা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন আমেরিকা ম্যারিল্যান্ড বিএনপির সদস্য কবিরুল ইসলাম সহ প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code