প্রচ্ছদ

ভাস্কর-এর সাহিত্য আড্ডা

  |  ১২:৫৮, জানুয়ারি ০২, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

কবি দিলওয়ার বাংলা কবিতায় চিরঞ্জীব হয়ে আছেন

Manual8 Ad Code

সিলেট অফিস :

দিলওয়ার গণমানুষের কবি। মানবতা ও মানুষ ছিলো তাঁর আরাধ্য। তিনি কালজয়ী সব পঙক্তি রচনা করে বাংলা কবিতায় চিরঞ্জীব হয়ে আছেন। বাংলা একাডেমি পুরষ্কার ও একুশে পদক প্রাপ্তি দিলওয়ারের কবিকৃতীর স্বীকৃতিই কেবল নয় তাঁকে বিশ্বজনীন করে তুলেছে।”

Manual2 Ad Code

লিটল ম্যাগ ‘ভাস্কর’ এর আয়োজনে কবির ৮৪ তম জন্মবার্ষিকীর বিশেষ সাহিত্যআড্ডায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। কবি-গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশের সভাপতিত্বে ও ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়ের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি ও লোক সংস্কৃতি গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ। আলোচক ছিলেন কবি-প্রাবন্ধিক হোসনে আরা কামালি ও কবি-গবেষক আজির হাসিব। স্বাগত বক্তব্য রাখেন কবি আলাউদ্দিন তালুকদার। তালতলাস্থ মাছুদিঘির পারের ‘ছাপাকাননে’ অনুষ্ঠিত এতে অন্যান্যের মধ্যে আলোচনা ও লেখা পাঠে অংশ নেন সমর বনিক, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, প্রকৌশলী বীরেন পাল, কবি নাজমুল হক নাজু, কবি রসময় ভট্টাচার্য, কবি হিমাংশু রঞ্জন দাস, কাউন্সিল কবি নাজনীন আকতার কণা, কবি জান্নাত আরা পান্না, কবি সঞ্জয় কুমার সঞ্জু, অধ্যাপক নন্দ কিশোর রায়, কবি কামাল আহমদ, কবি অঞ্জন রায় সঞ্জয়, কবি তপন মজুমদার, অনিরূদ্ধ রায় পরাগ ও প্রপা প্রমুখ।
ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠানটি সারাবিশ্বের কবি দিলওয়ার অনুরাগীদের অংশগ্রহণের মাধ্যমে বাঙ্ময় হয়ে ওঠে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code