প্রচ্ছদ

নবীগঞ্জ এড়া বারাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিঃ-এর সভা

  |  ১৮:১০, জানুয়ারি ০১, ২০২১
www.adarshabarta.com

Manual4 Ad Code

সিলেট অফিস :

নবীগঞ্জ উপজেলার এড়া বারাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিঃ
আউশ কান্দি ইউনিয়ন সমবায় সমিতির অস্থায়ী কার্যালয় রহমান কমিউনিটি সেন্টারে হবিগঞ্জ জেলা সমবায় ও নবীগঞ্জ উপজেলা সমবায়ের যৌত উদ্যোগে ২১-১২- ২০২০ ইং তারিখে এক সাধারণ সভা ও ট্রেনিংয়ের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আলহাজ্ব এম এম শাহেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সমবায় অফিসার তানিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমবায় অফিসার হাফিজুল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রশিদ পরিদর্শক জেলা সমবায় অফিসার হবিগঞ্জ।

Manual2 Ad Code

সভায় সমবায়ী দিকনির্দেশনা মূলক আলোচনার শেষে আউশকান্দি ইউনিয়ন সুযোগ্য চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন সাহেব প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে সম্মাননা প্রদান করেন এড়া-বরাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস)- লিঃ, এর নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন
কাজী আলহাজ্ব এম এম শাহেদ মিয়া- সভাপতি
মোহা. আসি কুর রহমান – সহসভাপতি
মোহা. মছদ্দর আলী – সাধারণ সম্পাদক
মোহা. শফিউল আলম – কোষাধ্যক্ষ ও সম্মানিত সদস্য / সদস্যা মজিবুর রহমান সামসুল, মোতাচ্ছির হোসেন খান, মোহা. মাসুক মিয়া, লাভলী আক্তার, রাশেদা বেগম, ঝরনা বেগম, মোছা. পারভীন আক্তার, আয়মুল ইসলাম, আব্দুল কবির, সৈয়দ হাছন আলী, আব্দুল হাই, মাসুম আহমেদ, মোহা. ইমাদ উদ্দিন, আব্দুল হাই, রনজিৎ সূত্রধর, এম এ রকিব, জালাল আহমদ, এস জয়নুল আবেদীন, মহসিন আহমেদ, মোহা. আব্দুল আহাদ, মোহা. নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, কাজী মোহা. সেলিম, পলি রানী সূত্রধর, মোছা. রোকেয়া বেগম, তাছনিয়া আক্তার, নাছিমা খাতুন, জ্যোৎনা বেগম, দিপ্তী রানী বিশ্বাস প্রমুখ।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code