প্রচ্ছদ

ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দিল কানাডা

  |  ১৭:১৬, ডিসেম্বর ১০, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কার্যক্রম শুরু হওয়ার একদিন পর গতকাল বুধবার এ অনুমোদন এলো। বার্তা সংস্থা এপি ও সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কানাডার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের তৈরি করা কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই ভ্যাকসিন এরই মধ্যে যুক্তরাজ্য প্রয়োগ শুরু হয়েছে ও বাহরাইনে জরুরি প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এবং শিগগিরই যুক্তরাষ্ট্রেও অনুমোদন দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

হেলথ কানাডার প্রধান স্বাস্থ্য পরামর্শক ডা. সুপ্রিয়া শর্মা বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ‘কানাডীয়রা আমাদের তীক্ষ্ণ পর্যালোচনা প্রক্রিয়ায় আস্থা রাখতে পারেন এবং ভ্যাকসিনটির সুরক্ষা, কার্যকারিতা ও মানদণ্ডগুলো নিখুঁত নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হওয়ার পরই এর অনুমোদন দেওয়া হয়েছে।’

Manual8 Ad Code

কানাডার স্বাস্থ্য বিভাগ বলেছে যে অনুমোদনের শর্ত হিসেবে প্রস্তুতকারককে ভ্যাকসিনের সুরক্ষা, কার্যকারিতা এবং গুণগতমান সম্পর্কে তথ্য সরবরাহের বিষয়টি অব্যাহত রাখতে হবে।

কানাডা এই মাসে ভ্যাকসিনের দুই লাখ ৪৯ হাজার ডোজ গ্রহণ করবে এবং কানাডীয় কর্মকর্তারা কয়েকদিনের মধ্যেই এগুলো প্রয়োগের ব্যবস্থা করবেন বলে আশা করছেন।

Manual3 Ad Code

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত মঙ্গলবার ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে।

এ ছাড়া গত মঙ্গলবার মার্কিন নিয়ন্ত্রকেরা ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে তাঁদের প্রথম বৈজ্ঞানিক মূল্যায়নও প্রকাশ করেছেন এবং নিশ্চিত করেছেন যে, এটি করোনা থেকে ভালো সুরক্ষা দেবে।

Manual5 Ad Code

কানাডা জানিয়েছে, ফাইজারের এই ভ্যাকসিনটি ১৬ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য। তবে, ফাইজার-বায়োএনটেক সব বয়সের বাচ্চাদের জন্য আরো ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে যাচ্ছে এবং এটি পরিবর্তিত হতে পারে।

কানাডা সম্প্রতি ফাইজারের সঙ্গে চুক্তি সংশোধন করেছে যাতে তারা এই মাসে দুই লাখ ৪৯ হাজার ডোজ সরবরাহ করতে পারে। এর অর্থ হলো সর্বোচ্চ ঝুঁকির মধ্যে থাকা প্রায় এক লাখ ২৪ হাজার ৫০০ কানাডিয়ান প্রথমে ভ্যাকসিনটি গ্রহণ করবেন। কেননা কয়েক সপ্তাহ পর এর আরো একটি ডোজ নিতে হবে।

Manual5 Ad Code

ফাইজার ও বায়োএনটেক জানিয়েছে, এটি ২০২১ সালের মধ্যে কানাডায় সর্বনিম্ন ২০ মিলিয়ন ডোজ সরবরাহ করবে।

কানাডা বিভিন্ন কোম্পানির আরো ছয়টি ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ করেছে এবং বর্তমানে মডার্নার ভ্যাকসিনসহ তিনটি ভ্যাকসিন পর্যালোচনা করছে। কানাডার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই মডার্নার ভ্যাকসিন অনুমোদন দেওয়া হতে পারে।

Manual1 Ad Code
Manual2 Ad Code