প্রচ্ছদ

করোনাভাইরাস: শনাক্তের হার কমতির দিকে, বেড়েছে সুস্থতা

  |  ১১:০৫, সেপ্টেম্বর ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৯৬তম দিনে শনাক্তের হার কমে ১১ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টা আগে যা ছিল ১২ দশমিক ১১ শতাংশ। নতুন করে সুস্থতার হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টা আগে যা ছিল ৭২ দশমিক ৯৭ শতাংশ।

নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন, এসময়ে ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১২ হাজার ৫৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৭০টি। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ।

Manual7 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৯ দশমিক ২০ শতাংশ। নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১৩। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪১ শতাংশ।

তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫১ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৩ শতাংশ।

Manual1 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৭ জন নারী। মৃতদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৮২৯ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৭.৯৪ শতাংশ এবং ১ হাজার ৮৪ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২২.০৬ শতাংশ।

Manual2 Ad Code

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে করোনায় মৃত ২২ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী ১ জন, ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ৫ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন।

Manual4 Ad Code

বিভাগ অনুযায়ী, নতুন করে করোনায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছেন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৩ কোটি ৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৯ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ কোটি ২৩ লাখের বেশি।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। দেশের ইতিহাসে দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহনও।

Manual1 Ad Code
Manual5 Ad Code