প্রচ্ছদ

পিএসসি’র নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন

  |  ১৬:১৭, সেপ্টেম্বর ১৬, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

Manual8 Ad Code

বাংলাদেশ সরকারি কর্মকমিশন’র (পিএসসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন। আজ বুধবার এই নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব থাকার সময় গেল বছরের ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান সোহরাব হোসাইন। তাকে অভোগকৃত (যে ছুটি ভোগ করেননি) অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে সোহরাব হোসাইনকে নিয়োগ দেওয়া হবে।

Manual3 Ad Code

জানা যায়, আগামীকাল ১৭ সেপ্টেম্বর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের মেয়াদ শেষ হওয়ার পর সোহরাব হোসাইন তার স্থলাভিষিক্ত হবেন। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পিএসসি’র চেয়ারম্যান নিয়োগ করেন। চেয়ারম্যান প্রধান বিচারপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার তারিখ থেকে পরবর্তী ৫ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) তিনি এ পদে সোহরাব হোসাইন দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন সোহরাব হোসাইন। তিনি ১৯৮৪ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code