প্রচ্ছদ

নবীগঞ্জ এড়া বারাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভা অনুস্টিত

  |  ১১:৫৭, সেপ্টেম্বর ১৩, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার এড়া বারাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিঃ এর আউশকান্দি ইউনিয়ন ব্যবস্থাপনা সমিতির সাধারণ সভা অনুস্টিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ এই সাধারণ সভা রহমান কমিউনিটি সেন্টার অস্থায়ী কার্যালয়ে আয়োজন করা হয়।

সভার শুরুতে কাজী আলহাজ্ব এম এম শাহেদ মিয়ার পবিত্র কুরআন শরীফ পাঠের মধ্য দিয়ে মোহা. দুলাল মৃধা মৎস্য অফিসার হবিগঞ্জ এর পরিচালনায় কমিটির আহবায়ক আতাউর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজুল ইসলাম উপজেলা সমবায় অফিসার নবীগঞ্জ, মোহা. হাবিবুর রহমান ( আই, ডি, এস,) সিলেট অঞ্চল, মাজহার ইবনে মোবারক সহকারী প্রকৌশলী (s swrdp- jica-2) এলজিইডি হবিগঞ্জ ও সিরাজ মোল্লা (সি ও) এলজিআরডি নবীগঞ্জ।

Manual2 Ad Code

পরিশেষে সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আতাউর রহমানকে সভাপতি সহ সভাপতি কাজী আলহাজ্ব এম এম শাহেদ মিয়া, সম্পাদক মোহা. মছদ্দর আলী, কোষাধ্যক্ষ মোহা. শফিউল আলম হেলাল ও সদস্য পদে মোহা. মুজিবুর রহমান সামসুল, মোতাচ্ছির হোসেন খাঁন, মোহা. আব্দুল হামিদ লিকসন, মোহা. জালাল আহমেদ, লাভলী আক্তার, রাশেদা বেগম, মোছা. ঝরনা বেগম, পলি রাণী সূত্রধর সহ বারো সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা সমিতির কমিটি গঠন করা হয়। (বিজ্ঞপ্তি)।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code