প্রচ্ছদ

ভারতের করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

  |  ২১:৪৮, আগস্ট ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

ভারত যে করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করছে বাংলাদেশ তা অগ্রাধিকার ভিত্তিতে পাবে। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার বরাত দিয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

Manual3 Ad Code

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ‘করোনার টিকা া ভারত তৈরি করতে পারলে সেটা শুধু ভারতে নয়, বাংলাদেশেও দেওয়া হবে। বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে কাজ করার সুযোগ থাকলে, সেটা করা হতে পারে।’

Manual7 Ad Code

মাসুদ বিন মোমেন জানান, রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশকে সহায়তা করবে বলে ভারতীয় পররাষ্ট্র সচিব প্রতিশ্রুতি দিয়েছেন।

Manual6 Ad Code

দুই সচিবের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ।

Manual1 Ad Code
Manual8 Ad Code