প্রচ্ছদ

করোনা থেকে সুস্থ এক কোটি ২৭ লাখের বেশি মানুষ

  |  ০৮:৪২, আগস্ট ০৯, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual2 Ad Code

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৯৮ লাখ দুই হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ৫২ হাজার ২৬৬ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ১৭২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ২৭ লাখ ২০ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে উঠেছে।

Manual2 Ad Code

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৬ লাখ ৩৮ হাজার ৪৭০ জন, ব্রাজিলে ২০ লাখ ৯৪ হাজার ২৯৩, ভারতে ১৪ লাখ ৭৯ হাজার ৮০৪, রাশিয়ায় ছয় লাখ ৯০ হাজার ২০৭, দক্ষিণ আফ্রিকায় চার লাখ চার হাজার ৫৬৮, চিলিতে তিন লাখ ৪৪ হাজার ১৩৩, পেরুতে তিন লাখ ১৯ হাজার ১৭১, ইরানে দুই লাখ ৮২ হাজার ৭২৪, মেক্সিকোতে তিন লাখ ১৮ হাজার ৬৩৮, পাকিস্তানে দুই লাখ ৫৯ হাজার ৬০৪, সৌদি আরবে দুই লাখ ৫০ হাজার ৪৪০, তুরস্কে দুই লাখ ২২ হাজার ৬৫৬, ইতালিতে দুই লাখ এক হাজার ৯৪৭, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, জার্মানিতে এক লাখ ৯৭ হাজার ৪০০, বাংলাদেশে এক লাখ ৪৬ হাজার ৬০৪, কাতারে এক লাখ ৯ হাজার ৪৩৮, কানাডায় এক লাখ তিন হাজার ৫৬৬, ফ্রান্সে ৮২ হাজার ৮৩৬ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠেছে।

Manual4 Ad Code

এ ছাড়া কুয়েতে ৬২ হাজার ৮০৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৬ হাজার ২৪৫, সিঙ্গাপুরে ৪৮ হাজার ৫৮৩, সুইজারল্যান্ডে ৩১ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৬৪২, অস্ট্রেলিয়ায় ১১ হাজার ৫৬১ ও মালয়েশিয়ায় আট হাজার ৭৭৫ জন সুস্থ হয়ে উঠেছে।

Manual8 Ad Code

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ২৯ হাজার ৫৪৭ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Manual1 Ad Code
Manual4 Ad Code