প্রচ্ছদ

বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৩ হাজার ছাড়িয়েছে

  |  ১০:১৭, আগস্ট ০৫, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৯৮ জন করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৯৮৮ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩ হাজার ৩৮১ জনের। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৯২ হাজার ৩৭৬ জন। তবে সুস্থ হয়েছে ১ কোটি ১৯ লাখ ৯ হাজার ৫১১ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ১ হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৫৬ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ৯৬ হাজার ৯৬ জনের। আর আক্রান্ত হয়েছে ২৮ লাখ ৮ হাজারের বেশি মানুষ।

Manual7 Ad Code

বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা দেশটিতে নতুন করে মারা গেছে ১ হাজার ৩৬২ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৯০ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে।

Manual2 Ad Code

গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ৮৪৯ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৫১ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৮২০ জনের। আর আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৮ হাজারের বেশি মানুষ।

দৈনিক সর্বাধিক মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে এসময় মারা গেছে ৩৫৪ জন। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকা এ পর্যন্ত ৮ হাজার ৮৮৪ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে।

Manual7 Ad Code

এদিকে বৈশ্বিক মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্যে নতুন করে ৮৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৪৬ হাজার ২৯৯ জন করোনায় মারা গেছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬ হাজারের বেশি মানুষ।

Manual3 Ad Code

এছাড়া বৈশ্বিক সংক্রমণের দিক দিয়ে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় নতুন করে মারা গেছে ১৪৪ জন ও আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৫৬ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৪ হাজার ৩৫১ ও ৮ লাখ ৬১ হাজার ৪২৩।

Manual1 Ad Code
Manual6 Ad Code