প্রচ্ছদ

বিশ্ববাসীকে বাঁচাতে দ্রুত ভ্যাকসিন আবিষ্কারের ব্যয় বহন করবেন বিল গেটস

  |  ২৩:৫৭, এপ্রিল ২৫, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

আদর্শ বার্তা ডেস্ক :

মানবজাতির কল্যানে করোনার ভ্যাকসিন আবিষ্কারের খরচ বহণ করবেন বলে জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে হবে। আর এ জন্য অর্থ কোনো বাধা হতে পারে না। যত অর্থই লাগুক তা তিনি খুশি মনে দেবেন।

Manual7 Ad Code

গত কয়েক যুগ ধরেই মানবসেবায় নিয়োজিত রয়েছেন ৬৪ বছর বয়স্ক বিল গেটস। তিনি ও তার স্ত্রী মেলিন্ডা গেটস দু’জন মিলে প্রতিষ্ঠা করেছেন একটি মানবসেবা সংস্থা। এবার তিনি এগিয়ে এসেছেন মহামারি কোভিড-১৯ মোকাবেলায়। তিনি জানান, মহামারি মোকাবেলায় মানুষের প্রস্তুতির অভাব থাকায় এর কার্যকরি চিকিৎসা আবিষ্কারে এতো সময় লাগছে। তারপরেও যত দ্রুত সম্ভব এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে যত অর্থ প্রয়োজন তিনি দেবেন। কিন্তু এতেও ১৮ মাস সময় লাগবে এই ভ্যাকসিন গণহারে মানুষের কাছে পৌছাতে।

স্বাভাবিকভাবে একটি ভ্যাকসিন তৈরিতে কমপক্ষে ৫ থেকে ৬ বছর সময় লাগে। সেখানে এই মহামারি থামানোর জন্য দ্রুততার সঙ্গে ভ্যাকসিন আবিষ্কারে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। এতে কিছুটা কম পরীক্ষা শেষেই ভ্যাকসিনটি মানুষের ব্যাবহারের জন্য ছেড়ে দেয়া হবে। বিল গেটস প্রতিশ্রুতি দেন, ভ্যাকসিনটি দ্রুত আবিষ্কারে যত অর্থই লাগবে তা আমি দেব। বিশ্বজুড়ে সরকারগুলোর থেকেও দ্রুত আমি চেকে সাইন করে যাব। আমার পক্ষে যা যা করা সম্ভব তাই করবো।

Manual6 Ad Code

সূত্র: ডেইলি মেইল।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code