প্রচ্ছদ

তরুণ আলেম মাওলানা ওয়ালি উল্লাহ’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

  |  ০৯:২৪, জুন ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের ফাজিল, জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালি উল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪১ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তরুণ এ আলেম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে পরিবারের লোকজন নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন ষ্ট্রোক করে রোববার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ১০টায় তিনি ইন্তেকাল করেন। মাওলানা ওয়ালি উল্লাহর নামাজে জানাজা সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় গোবিন্দশ্রী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর’র শায়খুল হাদীস মুফতি মাওলানা মুজিবুর রহমান।

Manual1 Ad Code

জানাজায় উপস্থিত ছিলেন ৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Manual4 Ad Code

তরুণ এ আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক মাওলানা শায়খ জিয়া উদ্দিন, নায়েবে মুহতামিম মাওলানা ফারুক আহমদ, জামেয়ার শায়খুল হাদীস মাওলানা মুজিবুর রহমান, মুহাদ্দিস মাওলানা আসাদ উদ্দিন আল মাহমুদ, ৫নং কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম কুড়ারবাজার ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাতিউরা দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কাশেম, মাদ্রাসাতুল মদিনা সিলেটের পরিচালক মাওলানা আবুল বাশার প্রমুখ।

Manual6 Ad Code

শোকবার্তায় তরুণ আলেম মাওলানা ওয়ালি উল্লাহ’র রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual7 Ad Code

এদিকে, মাওলানা ওয়ালি উল্লাহ’র ছোট ভাই, ফ্রান্স প্রবাসী লোকমান আহমদ সকলের কাছে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

Manual1 Ad Code
Manual3 Ad Code