প্রচ্ছদ

সাংবাদিক ও লেখক কামরুল হাসান বাবলু চলে গেলেন না ফেরার দেশে

  |  ০৯:৪৪, মে ২৭, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :

সাংবাদিক ও লেখক কামরুল হাসান বাবলু (৭০) গত ২৫ মে মংগলবার দুপুর ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়রে লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী, মুক্ত মনের মানুষ ছিলেন। বনশ্রী কবরস্হানে ২৬ মে দাফন তাকে সমাহিত করা হয়। খবর বাপসনিউজ।

Manual6 Ad Code

কামরুল হাসান বাবলুর এক কন্যা সন্তান এর পিতা। কন্যা বসবাস করেন কানাডায় টরেন্টোতে। দুই স্ত্রী রেখে গেছেন। তিনি ভাল আবৃত্তি করতেন। এছাড়া, তিনি ছিলেন গ্রুপ থিয়েটার আন্দোলনের নেতা, শিল্প কলার নিয়মিত অভিনয় শিল্পি । আমেরিকান প্রবাসী লেখক জসীম উদ্দীনের “দ্য আমেরিকান ড্রিম“ মুভির প্রজেক্ট কোডিনেটর। একজন সাদা মনের মানুষ হিসাবে পরিচিত ছিলেন। তার ভদ্র মার্জিত ব্যবহার সবাইকে আকৃষ্ট করতো। ওপেন হার্ট সার্জারি হয়ে ছিল বারডেম হাসপাতালে দু বছর আগে।

Manual7 Ad Code

সাংবাদিক ও লেখক কামরুল হাসান বাবলুর
মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন লেখক জসীম উদ্দীন, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কবি এবিএম সালেহ উদ্দীন এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবিসহ আরো অনেকে।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code