প্রচ্ছদ

তিনজন কমিশনার নিয়োগ চূড়ান্ত করেছে বিএসইসি

  |  ১৫:০৪, মে ২০, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

চার বছরের জন্য নিয়োগ পেতে যাচ্ছেন সাবেক শিল্প সচিব আব্দুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায় ১৯ মে, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তাদের নিয়োগ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন। দ্রুত তাদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

Manual2 Ad Code

কমিশনার হিসেবে নিয়োগের জন্য মনোনীত শিল্প সচিব আব্দুল হালিম এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিভাগের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক। তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক।

Manual6 Ad Code

গত ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে নিয়োগ দেয় সরকার।

Manual5 Ad Code

বিএসইসির চেয়ারম্যান নিয়োগের আগে তিনি সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বাণিজ্য অনুষদের ডিন ছিলেন।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code