প্রচ্ছদ

দ্বিতীয় মহাযুদ্ধের নিহতদের স্মরণে প্রেসিডেন্ট পুতিনের ঐক্যের আহ্বান

  |  ১১:১৪, মে ১০, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শ বার্তা ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দ্বিতীয় মহাযুদ্ধে নিহতদের স্মরণে বিজয় দিবসের বার্ষিকীতে ঐক্যের আবেদন জানানI করোনা মহামারীতে বিপর্যস্ত রুশ সমাজ, এতো লোকের মৃত্যু, নুতন করে সংক্রমণ বৃদ্ধি বা সামাজিক ও রাজনৈতিক জীবন ব্যাহত হওয়া ইত্যাদি কোন প্রসঙ্গের উল্লেখ ছিল না তাঁর ভাষণেI

Manual5 Ad Code

প্রেসিডেন্ট পুতিন তাঁর ভাষণে বলেন, স্বভাবতঃই শ্রদ্ধাভরে আমরা এই দিবসটি পালন করে যাবো; আমাদের দায়িত্ব থাকবে সেই সব জনগণের ত্যাগের কথা স্মরণ করা, তাদের দুঃখ যন্ত্রনা অনুভব করা, যারা আমাদের বিজয় হাসিল করেছেনI আমাদের বিশ্বাস একত্রিত থাকলে আমরা থাকবো অপরাজেয়।

Manual5 Ad Code

সুত্র: ভয়েস অব আমেরিকা।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code