প্রচ্ছদ

সিলেট প্রেসক্লাবের উৎসবমুখর নির্বাচন : সভাপতি মুকতাবিস উন নূর এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নির্বাচিত

  |  ১৬:৩২, জানুয়ারি ০১, ২০২৬
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual1 Ad Code

শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২৭) নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বিপুল ভোটে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। আর সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

এর আগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার এমাদ উল্লঅহ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. ইরফানুজ্জামান চৌধুরী ও সনতু দাস। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২ জন, তবে ভোট দিয়েছেন ৯১ জন।

Manual4 Ad Code

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মুকতাবিস-উন-নূর পেয়েছেন ৫৪ ভোট। তার প্রতিদ্বন্ধি বর্তমান সভাপতি ইকরামুল কবির পেয়েছেন ৩৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন সর্বোচ্চ ৫৮ ভোট। তাঁর প্রতিদ্বন্ধি ইয়াহইয়া ফজল পেয়েছেন ৩২ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান। তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো: ফয়ছল আলম। এ পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করেন কামাল উদ্দিন আহমেদ, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও কবির আহমদ।

সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন সাকিব আহমদ মিঠু। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন ইনকিলাবের সিলেট প্রতিনিধি ফয়সাল আমীন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন গোলজার আহমেদ। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ডেইলী স্টারের চিত্র সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির। তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন শফিক আহমদ শফি।

এছাড়া পাঠাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের নগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।

Manual3 Ad Code

নির্বাচনের আগে সকালে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code