প্রচ্ছদ

‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

  |  ১২:০০, অক্টোবর ২৭, ২০২৫
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল হয়,কিন্তু আমরা সিলেটবাসী প্রতি মুহুর্ত প্রশাসনিক অবহেলার ছায়ায় বঞ্চনার শিকার হচ্ছি, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এই ক্ষোভ প্রকাশ করেছেন।

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক সিলেটবাসীর উপস্থিতিতে প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত ঐতিহ্যাবাহী কেন্ট শহরের স্থানীয় সেন্টারে ২৩ শে অক্টোবর সন্ধ্যা ৭ টায় সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন কমিউনিটি লিডার হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া ও শপথ বাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।

সংগঠন কেন্ট রিজিওনের ভাইস চেয়ার আবুল কালাম আজাদ ও সাউথ ইস্ট রিজিওনাল কেন্দ্রীয় কো-কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী জামাল হোসেন এর যৌথ পরিচালনায় উক্ত সম্মেলন ও ডিনারপার্টিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই।

বিশেষ অতিথি গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব, প্রাক্তন সেক্রেটারি ৭১ এর বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, সংগঠন এর কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. মুজিবুর রহমান, সাউথ ইস্ট রিজিওনাল জয়েন্ট কনভেনর রেজাউল করিম সিপার,সদস্য সচিব তাজুল ইসলাম, সাংগঠনিক শাহ শাফি কাদির, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রাফি, সৈয়দ কাহের, রেজাউল কবির রাজা, মুস্তাফিজ খন্দকার পায়েল,মুক্তিযোদ্ধার সন্তান কবি নুরজাহান রহমান শিল্পী,ও জায়েদ ইমতিয়াজ চৌধুরী, সহ কেন্দ্রীয় ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্ট রিজিওনাল নতুন কমিটিতে যুবসংগঠক মুক্তার আলীকে চেয়ারপার্সন , তাহামুল হোসেন লিটনকে জেনারেল সেক্রেটারী, আব্দুল আহাদকে ট্রেজারার ও কবি নুরজাহান শিল্পীকে উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত করা হয়েছে।

Manual8 Ad Code

সংগঠন এর প্রয়াত নেতৃবৃন্দের ইসহালে সওয়াব উপলক্ষে মাগফেরাত কামনা, অসুস্থ রুগীদের সুস্থতা ও মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন আসফোড মসজিদের ঈমাম ও খতীব মাওলানা মিজানুর রহমান।

Manual4 Ad Code

সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর লিখিত প্রস্তাবে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন, এয়ারপোর্টে প্রবাসীদের নানা ধরনের হয়রানি বন্ধ,

Manual8 Ad Code

সিলেট ওসমানী বিমানবন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু, বাংলাদেশ হাইকমিশনে নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানোর জোর দাবি জানিয়েছেন। যাহা উপস্থিত সবাই করতালির মাধ্যমে সম্মতি প্রদান করেছেন।

প্রধান অতিথি সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই, সতর্ক করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক, রেলওয়ে ও বিমানপথে চলমান জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের জনগণ প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন এই সব ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Manual2 Ad Code

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুজিবুর রহমান বলেন, প্রবাসীদের মধ্যে ঐক্য জোরদার করা এবং সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে ও মানবতার কল্যাণে এবং বৃটেনের বাংলাদেশ কমিউনিটি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনের মূল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন হারুনুর রশিদ সিলেট বিভাগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়নে যদি সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে সিলেটবাসী ন্যায্য অধিকার আদায়ে রেমিট্যান্স পাঠানো বন্ধসহ বিশ্বময় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুশিয়ারি প্রদান করেছেন।।

এছাড়াও সংগঠনকে গতিশীল করতে ও আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে দীপ্ত শপথ সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

Manual1 Ad Code
Manual5 Ad Code