প্রচ্ছদ

বিশ্বনাথ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত

  |  ১৭:৪৯, জানুয়ারি ০৩, ২০২৫
www.adarshabarta.com

Manual6 Ad Code

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ১জানুয়ারী ২০২৫ ইংরেজি (বুধবার) প্রেসক্লাব কার্যালয়ে দিনব্যাপী নানান আয়োজনে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত ফুলেল শুভেচ্ছা গ্রহণ, মিষ্টিমুখ, দোয়া মাহফিল, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠন, প্রবাসী সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত করে তুলে বিশ্বনাথ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসমূহ। ঐদিন দুপুর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠনের নেতৃবৃন্দ প্রেসক্লাব কার্যালয়ে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের নেতুবৃন্দকে। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাংবাদিকরা। এসময় আগত অতিথিদেরকে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যরা মিষ্টিমুখ করান এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তৈরী মাথার ক্যাপ উপহার প্রদান করা হয়।
বাদ মাগরিব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির মৃত্যবরণকারী সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা মো. শহিদুর রহমান। এরপর শুরু হয় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে সার্ঠিফিকেট ও আইডি কার্ড বিতরণ।
সুধীজনদের নিয়ে কাটা হয় ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের কেক। এরপূর্বে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গুলজার খান, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবাসী বদরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন কয়েছ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত বাদশা, আব্দুল ওয়াহিদ আলমগীর প্রমুখ। কেক কাটা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বনাথ প্রেসক্লাবের বর্ণাঢ্য এই অনুষ্ঠানে দিনের শুরুতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,বিশ্বনাথ উপজেলা বিএনপি, পৌর বিএনপি,জামায়াত, জাতীয় পার্টি,খেলাফত মজলিস, পৌর কৃষক দল,লন্ডন বিডি নিউজ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন,রেসকিউ লাইফ ফাউন্ডেশন,বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, বিশ্বনাথ নিউজ,বিশ্বনাথ বিডি,ডেইলি বিশ্বনাথ, ছইল মিয়া ফাউন্ডেশন,চান মিয়া স্মৃতি পাঠাগার, ফুলকুঁড়ি সংঘ,কারিকোনা সমাজ কল্যাণ সংস্থা,মোক্তার আলী ফাউন্ডেশন,বিশ্বনাথ.এফ.সি, জনপ্রতিনিধি ,সাংবাদিক, ব্যবসায়ী,প্রবাসী, ক্রীড়াসংগঠক, ক্রীড়াবিদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ বিশ্বনাথ প্রেসক্লাবের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মিজানুর রহমান মিজান ,তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক শিপন আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, সদস্য নুর উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না,সমুজ আহমদ সায়মন, সুজিত দেব,ফারুক আহমদ ও মাজহারুল ইসলাম সাব্বির আগত প্রত্যেক অতিথিকে প্রেসক্লাব কার্যালয়ে স্বাগত জানান এবং প্রত্যেককে মিষ্টিমুখ করানোর পাশাপাশি তাদের সকলের মাথায় ক্যাপ পরিয়ে দেন।

Manual1 Ad Code
Manual7 Ad Code