প্রচ্ছদ

মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া

  |  ১০:৫৩, আগস্ট ০৭, ২০২৪
www.adarshabarta.com

Manual2 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
মুক্তি পেয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার বিকেলে তিনি মুক্তি পান| গতকাল সোমবার রাতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তার মুক্তির নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সু-চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দল ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও সরকার এতে সাড়া দেয়নি। বরং নির্বাহী আদেশে দুটি শর্তে ছয় মাস করে তাকে মুক্তি দেওয়া হয়। সব শেষে গত ২১ মার্চ নির্বাহী আদেশে আটবারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ায় আওয়ামী লীগ সরকার। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তার মুক্তির নির্দেশ দেওয়া হলো।

Manual1 Ad Code
Manual5 Ad Code