প্রচ্ছদ

ব্যাপক সংঘর্ষের পর সারা দেশে কারফিউ জারি

  |  ২৩:২৪, জুলাই ১৯, ২০২৪
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক হতাহতের পর কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিনভর সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
দেশব্যাপী কারফিউ এবং সেনা মোতায়েন সংক্রান্ত পরিপত্র জারি করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, দেশব্যাপী শান্তি শৃঙ্খলারক্ষা ও জন নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী আজ হতে সান্ধ্য আইন কার্যকর করা হলো।
জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার এই প্রয়োজন অনুযায়ী নির্দেশ বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করা হয়েছে।
বেসামরিক প্রশাসনের সহায়তায় সশস্ত্রবাহিনী মোতায়েনের জন্যও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে পরিপত্রে।
কারফিউ বা সান্ধ্য আইনের সময়সীমা এবং শর্ত কী হবে তাও জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার নির্ধারণ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ।
(সুত্র​: বিবিসি বাংলা)

Manual1 Ad Code
Manual6 Ad Code