প্রচ্ছদ

সপরিবারে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি

  |  ২১:১০, এপ্রিল ২৪, ২০২৩
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual8 Ad Code

সপরিবারে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) রাতে বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

রাত সাড়ে আটটার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বঙ্গভবনে ওঠার পর রাষ্ট্রপতি কিছু দাপ্তরিক কাজও সম্পন্ন করেন।

Manual3 Ad Code

এর আগে সকালে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের পর পরই দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Manual8 Ad Code

শপথ গ্রহণের পর পরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে চেয়ার ছেড়ে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন তারা ।

Manual1 Ad Code

গত ১৩ ফেব্রুয়ারি ৭৩ বছর বয়সী মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

দুপুরে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে রাজসিক বিদায়ী সংবর্ধণা দেওয়া হয়। বিদায়ী সংবর্ধণার পর দুপুরে আবদুল হামিদ বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জের নিজের বাড়িতে ওঠেন।

Manual1 Ad Code
Manual5 Ad Code