প্রচ্ছদ

টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

  |  ১৭:২২, নভেম্বর ১৩, ২০২২
www.adarshabarta.com
Photo: Getty Images

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual3 Ad Code

টিটোয়েন্টি ২০২২ বিশ্বকাপ ফাইনাল রবিবার দুপুর ২টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়। এবারের শিরোপা ফাইনালে মুখোমুখি পাকিস্তান ইংল্যান্ড। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। পাকিস্তানকে উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টিটোয়েন্টি বিশ্বকাপ জিতে নিলো ইংল্যান্ড।

Manual6 Ad Code

পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের টার্গেট উইকেট বল হাতে রেখে টপকে যায় জস বাটলারের দল। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শান মাসুদবাবর আজমের ইনিংসে ভর করে উইকেটে ১৩৭ রান তোলে পাকিস্তান।

সেরা ক্রিকেটার স্যাম কারান

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এবং একইসঙ্গে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নিলেন স্যাম কারেন। চলতি আসরে ম্যাচে ১১.৩৮ গড় .৫২ ইকোনমি রেটে ১৩ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।

ইংল্যান্ড একাদশ

Manual6 Ad Code

জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান আদিল রশিদ।

পাকিস্তান একাদশ

মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ শাহীন শাহ আফ্রিদি।

কতো টাকা পেল ইংল্যান্ডপাকিস্তান?

আইসিসির থেকে রানার্সআপ দলের জন্য নির্ধারিত লাখ ডলার পুরস্কার পাচ্ছে পাকিস্তান। বাংলাদেশী টাকায় যা প্রায় কোটি টাকা।

এদিকে শিরোপাজয়ী ইংল্যান্ড দলের জন্য রয়েছে আরো বড় অংকের পুরস্কার। শিরোপার পাশাপাশি পাকিস্তানের চেয়ে দ্বিগুণ পুরস্কার নিয়ে দেশে ফিরবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আইসিসি চ্যাম্পিয়ন দলের জন্য রেখেছে ১৬ লাখ ডলার। বাংলাদেশী টাকায় প্রায় ১৬ কোটি টাকা।

Manual8 Ad Code

তাছাড়া সুপার টুয়েলভ ম্যাচে প্রতিটি জয়ের বিপরীতে জয়ী দলকে ৪০ হাজার ডলার দেয়ার ঘোষণা ছিল আইসিসির। ফলে সুপার টুয়েলভ পর্বে জয়ের বিপরীতে লাখ ৬০ হাজার ডলার পাবে ইংল্যান্ড। পাকিস্তান পাবে জয়ের বিপরীতে লাখ ২০ হাজার ডলার।

Manual1 Ad Code
Manual4 Ad Code