প্রচ্ছদ

স্বামীর পাশে সমাহিত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

  |  ২১:৩৩, সেপ্টেম্বর ১৯, ২০২২
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual5 Ad Code

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বামী প্রিন্স ফিলিপের পাশে তাকে সমাহিত করা। স্থানীয় সময় সোমবার সেন্ট জর্জ চ্যাপেলে তাকে সমাহিত করা হয়। খবর বিবিসি ও সিএনএনের।

Manual7 Ad Code

খবরে বলা হয়, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নানা আনুষ্ঠানিকতা শেষে উইন্ডসর ক্যাসেলে নিয়ে যাওয়া হয় রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। সেন্ট জর্জ চ্যাপেলে স্বামী প্রিন্স ফিলিপের পাশে তাকে সমাহিত করা হয়। উইন্ডসর প্রাসাদে তার প্রস্তুতি সারা হয়। উইন্ডসরের ডিন এ পর্ব পরিচালনা করেন। পরিবারের সদস্যরাও সে সময় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

রানিকে সমাহিত করার সময় প্রখ্যাত সংগীতজ্ঞ জোহান সেবাস্তিয়ান বাখের কম্পোজিশন বাজান বাদকেরা। পরে চার্চ অব ইংল্যান্ডের প্রধান আর্চবিশপ অব ক্যান্টারবুরি জাস্টিন ওয়েলবি রানির জন্য আশীর্বাদ প্রার্থনা করেন।

চার্চ অব ইংল্যান্ডের প্রধানের আশীর্বাদ শেষ হওয়ার পর দেশটির জাতীয় সংগীত গাওয়া হয়।

Manual3 Ad Code

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ সাত দশক তিনি ব্রিটেনের রানির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।

১১ দিনের এ অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের সম্রাট নারুহিতো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২ হাজারেরও বেশি অতিথি যোগ দেন। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে রানির অন্ত্যেষ্টিক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়।

Manual1 Ad Code
Manual6 Ad Code