প্রচ্ছদ

রাণী এলিজাবেথ আর নেই

  |  ২০:২২, সেপ্টেম্বর ০৮, ২০২২
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

৯৬ বছর বয়সে মারা গেলেন রাণী এলিজাবেথ। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।

Manual8 Ad Code

বৃহস্পতিবার সকালে রাণী শরীরের অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন তিনি। খবর পেয়েই ছুটে যান রাজ পরিবারের সদস্যরা। নেটমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস-সহ মন্ত্রী এবং সারা বিশ্বের রাজনীতিক, ধর্মীয় নেতারা।

Manual4 Ad Code

গত বছর অক্টোবর থেকেই শরীর ভাল যাচ্ছিল না রাণীর। ভাল ভাবে হাঁটাচলাও করতে পারছিলেন না। বৃহস্পতিবার তাঁর অসুস্থতার খবর পেতেই বালমোরাল প্রাসাদে ছোটেন চার ছেলে-মেয়ে— যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮)। চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়ামও পৌঁছে যান। সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন উইলিয়ামের ভাই হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান। রাজপরিবারের সংসর্গ ছেড়ে এখন আমেরিকায় থিতু হয়েছেন হ্যারি এবং মেগান।

Manual8 Ad Code

মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসকে নিয়োগ করেছিলেন রাণী এলিজাবেথ। সিংহাসনে বসার পর থেকে ব্রিটেনের ১৫ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেছিলেন তিনি। প্রথা ভেঙে বাকিংহামের পরিবর্তে বালমোরাল প্রাসাদে বসেই লিজকে অভিনন্দন জানিয়েছিলেন রাণী। সেই ছবিতে স্পষ্ট ধরা পড়েছিল তাঁর অসুস্থতা।

১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রাণী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code