প্রচ্ছদ

এতিমদের নিয়ে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার

  |  ১২:৩৮, এপ্রিল ২৪, ২০২২
www.adarshabarta.com

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি :

Manual3 Ad Code

এতিম ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল করেছে জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভূক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব। ইফতার মাহফিলে প্রায় ৫০ জন এতিম ও মাদ্রাসাছাত্র সহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

শুক্রবার নবীগঞ্জ উপজেলার সালামতপুরস্থ আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এই ব্যাতিক্রমী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল হাদী বানী।

Manual3 Ad Code

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও রানিং সিলেট ডটকমের সম্পাদক মিজান মোহাম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত সকালের নবীগঞ্জ প্রতিনিধি ফাহাদ আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শেখ মহি উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সাইফুর রহমান তালুকদার, আজকের সিলেট ডটকম এর নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, বিশিষ্ট সমাজসেবী মোঃ রাজু মিয়া।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শেখ মহি উদ্দিন বলেন, ইসলামে এতিমের গুরুত্ব অনেক। আমাদের নবী করিম (সঃ) এতিমদের সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এতিমদের নিয়ে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আজকের এই ইফতার সত্যিই প্রশংসার দাবিদার। সাংবাদিক পরিবাবের একজন সদস্য হিসেবে এতিমদের সাথে আজকের ইফতার করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন- আজকের ইফতার এই রমজান মাসের সেরা ইফতার। কারণ এতিমদের সাথে ইফতার করা সত্যিই সৌভাগ্যের। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এমন উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে এমন প্রত্যাশা করি।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সইফুর রহমান তালুকদার বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনা মানে শুধুমাত্র উপবাস করা নয়, সংযত থাকা। এই মাসে আমাদেরকে যাবতীয় পার্থিব বিষয় থেকে সংযত থাকতে হবে। এই মাসেই পবিত্র কোনআন মজিদ অবতীর্ণ হয়েছে। কুরআনুল করিম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। তাই পবিত্র এই জীবন বিধানকে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে প্রয়োগ করতে হবে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাবেক সভাপতি চ্যানেল এস এর নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ, সহ-সভাপতি দেশের কন্ঠ’র মোঃ সেলিম উদ্দিন, নির্বাহি সদস্য মোঃ আশরাফুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ এম এ রহিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রানিং সিলেট ডটকমের নবীগঞ্জ প্রতিনিধি সাগর মিয়া, প্রেসক্লাবের নির্বাহি সদস্য সৈয়দ জুনাব আলী, আব্দুল মুহিত, সৈয়দ নাজমুল আলম, এহিয়া আহমেদ প্রমূখ।

Manual1 Ad Code
Manual8 Ad Code